
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গনহত্যারর প্রতিবাদে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে মার্চ) বাদ তারাবিহ্ উপজেলার দরবস্ত বাজারে তৌহিদী জনতার আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দরবস্ত বাজার এলাকায় তামাবিল মহাসড়ক হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে কানাইঘাট রাস্তার মুখে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় দরবস্ত মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অলিউর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মনির উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
এ সময় পথসভায়৷ আরো বক্তব্য রাখেন ভাইটগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফরহাদুজ্জামান ফাহাদ, আল মনসুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা রেজাউল করিম সহ অন্যান্যরা।
একই সময় জৈন্তাপুর উপজেলা সদরে খাদিমুল ইসলাম ঐক্য পরিষদ ও স্হানীয় তৌহিদী জনতার আয়োজনে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জৈন্তাপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ড সংলগ্ন তামাবিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা ফতেহ খাঁ সড়ক ধরে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে মুক্তিকামী গাঁজা উপত্যকার মুসলিম গনহত্যার প্রতিবাদে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পথসভায় বক্তব্য রাখেন মাওলানা দেলোয়ার হোসাইন জামিল, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আব্দুশ শাকুর
,হাফিজ মাওলানা আবুল কালাম,
হাফিজ মাওলানা মোহাম্মদ বিন হাশিম, মাওলানা আব্দুল আহাদ,মাওলানা আব্দুস সালাম
,মাওলানা রহিম উদ্দিন, মাওলানা হাফিজ সুহাইল আহমদ সহ প্রমুখ।