
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর একটি অগণতান্ত্রিক মাফিয়া সরকার এ দেশকে শোষন করেছে৷ জুলাই আগষ্টে এই মাফিয়া সরকার পতনের পর দেশে যে সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি হয়েছে তা গোছাতে হলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার সংস্কার না করে দ্রুত নির্বাচন দিতে হবে৷ নির্বাচন যত দেরি হবে তত জটিলতা বাড়বে। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসবে তখন সব ঠিক হয়ে যাবে৷
সোমবার(২৪ জুলাই) শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷
তিনি আরও বলেন, এই শান্তিগঞ্জের মানুষকে শান্তিতে রাখার জন্য যা যা করনীয় আমি তাই করবো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবো। শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষের একজন কর্মী হিসেবে কাজ করতে সবার সহযোগিতা চাই৷
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহবায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস প্রমুখ৷
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।