শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মরহুম মোহাম্মদ আলী, মুনসুর আলী, তাহির আলী, মায়া বিবি, জলিকা বিবি, চন্দ্রমালাসহ সকল মৃতদের ঈসালে সওয়াবের জন্য মনসুর আলী ফ্যামেলি ফাউন্ডেশনের উদ্যােগে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় ৪ শতাধিক পরিবারের মধ্যে এ ঈদ উপহার প্রদান করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে ঈদ সামগ্রী বিতরণ পরবর্তী জগন্নাথপুর মহাজন বাড়িতে মনসুর আলী ফ্যামেলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের বার্নলি সিটির ৪ বারের কাউন্সিলর মুজাক্কির আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল কবির ও কবির মিয়ার যৌথ সঞ্চালনায় মুনসুর আলী ফ্যামেলি ফাউন্ডেশনের শুভ উদ্বোধন এবং ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ- লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ আলী আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল আলম বাবলু, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবীর, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম গেদন, মাওলানা জালাল হোসাইন, সমাজসেবক জলিল মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, তরুণ সমাজসেবী রেজাউল করীম রিপন।
শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী
জামিল আহমদ, দোয়া পরিচালনা করেন জালাল শাহ আল ক্বাদরী।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।