সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জৈন্তাপুরে জিয়া সাইবার ফোর্স এর ইফতার ও দোয়া মাহফিল

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জৈন্তাপুরে জিয়া সাইবার ফোর্স এর ইফতার ও দোয়া মাহফিল

 

জৈন্তাপুর প্রতিনিধি::বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেটের জৈন্তাপুর উপজেলায় জিয়া সাইবার ফোর্স এর প্রধান উপদেষ্টা মাস্টার রওশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

শনিবার (২২ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার আব্দুল মুহিত কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়া সাইবার ফোর্স, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন।

 

চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির ও সাধারণ সম্পাদক রাজন আহমদে রিমনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুয়েব আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন, কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স,এর যুগ্ম সাধারণ সম্পাদক এমএইচ মাহতাব, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,জেলা জিয়া সাইবার ফোর্স,এর সদস্য সচিব মোস্তাক আহমেদ চৌধুরী , সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আবদুল মুতলিব, নোমান আহমদ ও সালেহ আহমেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তেরা মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের, সদস্য সচিব,শাহীন আলম, সাবেক যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, সাবেক সদস্য সচিব  ছাত্রদল সুহেল রিমন, রিয়াজ উদ্দিন বাবুল, গোয়াইনঘাট শাখা, জিয়া সাইবার ফোর্স’র সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।

 

অনুষ্ঠানের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন