সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক::

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ মার্চ) পাঠাগারের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শেখ এমএ ওয়ারিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল এডভোকেট আবু হানিফ নোমান, হাজী লালমামুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সামছুল হক, মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাজেদা আক্তার শিরিন, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহকারী শিক্ষক নির্মল শুক্ল বৈদ্য।

 

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের সভাপতি শেখ একেএম জাকারিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, দপ্তর সম্পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, কুহিনুর বেগম, নুরুজ্জামান, আলী আহমদ ও শেখ আরিফ বখতিয়ার প্রমুখ।

 

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আবু হানিফ নোমান, মো. সামছুল হক, মাজেদা আক্তার শিরিন, সুহেল মিয়া ও নির্মল শুক্ল বৈদ্য।

 

প্রতিযোগিতা শেষে আয়োজকরা জানান, শিশুদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পাবে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়ক হবে। আয়োজকরা আরও জানান, একটি উন্নত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। বিজয়ীদের নাম ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন