
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্সীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৩ ঘটিকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় দুই-তৃতীয়াংশ নির্বাহী সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত থাকা, পাঠাগার স্থানান্তর নিয়ে বিভ্রান্তি সৃষ্টি, সাধারণ সভায় বিশৃঙ্খলা ঘটানো এবং সভাপতির সঙ্গে অসদাচরণের মতো একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়াও বহিরাগতদের নিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
এক নির্বাহী সদস্য জানান, “সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বহিষ্কারাদেশ জারি করা হয়েছে।”
নির্বাহী কমিটির স্বাক্ষরিত বহিষ্কারপত্র অনুযায়ী, এই সিদ্ধান্ত চূড়ান্ত, এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।