দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া পশ্চিম পাড়া দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ ২০ জন আহত।
বুধবার ইফতারের পূর্ব ছালেকনুর মেম্বার ও বদরুল আলমের লোকজনের মধ্যে পুর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ প্রায় ২০/২৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন: মোঃ সালেক নূর ( ৬২) ওয়াকিব নুর (৫২) বাচ্চু মিয়া (৫০) কুরবান (১৫) রুহেল মিয়া ( ৩২) আলী (১৬) সুমন (২০) মোছাঃ রফনা বেগম (৪৫) হাফসা বেগম (৫০) মিজান (২৫) আংগুর তালুকদার (৫০) আসাদুল (৩০) রুজেল মিয়া (৩৫) ফয়জুল হক (৪৫) বদরুল আলম (৫০) এরশাদুল (৩৫) সহ ২০ /২৫জন। দিরাই হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন ভর্তি আছেন এবং গুরুতর আহত ৭ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তারা হলেন :আংগুর তালুকদার, বদরুল আলম, রুজেল, ফয়জুল হক, এরশাদুল,এরশাদ ও কুরবান মিয়া।
এলাকাবাসী সুত্রে জানা যায় দীর্ঘদিন যাবত, ছালেকনুর মেম্বার ও বদরুল আলমের মধ্যে পারিবারিক ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বুধবার ইফতারের পূর্ব মুহুর্তে ছালেকনুর মেম্বারের চাচাতো ভাই ওয়াকিব নুর মাঠ থেকে গরু প্রতি পক্ষের বাড়ির পাশ দিয়ে নিয়ে আসার সময় বাঁধা দিলে,কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘঠনা ঘটে ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভাটিপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।