
অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গবাদিপশুর খামারের দেশীয় জাতের ৯টি বিষপ্রয়োগে ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার পশ্চিম রামনগর এলাকার মো. সুলেমান মিয়ার ফার্মে গরুগুলো মারা যায়। খামারের মালিকের ধারণা গোখাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ায় কারণে এমন ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমজান মিয়া ও মনির মিয়া নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খামারের মালিক সুলেমান মিয়া বলেন, কোরবানির ঈদ সামনে রেখে আমি আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে ষাঁড় গরুগুলো লালন-পালন করছিলাম। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ খামারের গরুগুলো একে একে অসুস্থ হতে থাকে। প্রথমে সকালে দু’টি গরু মারা যায়। এরপর সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৯টি গরু ছটফট করতে করতে মারা গেছে। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সুলেমান মিয়া শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছেন। সেই সঙ্গে তিনি সরকার ও প্রশাসনের কাছ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছেন এবং আর্থিক সহযোগিতা চেয়েছেন।
খামারমালিক সুলেমানের বাবা মাসুক মিয়া বলেন, তাদের পরিবারের সঙ্গে এলাকার সবজি ব্যবসায়ী রমজান মিয়ার বিরোধ চলছিল। ৪ মার্চ রমজান মিয়া আমাদের বাড়িতে এসে প্রকাশ্যে জানমালের ক্ষতি করার হুমকি দেন। তাদের খামারে ছোট-বড় মিলিয়ে ২২টি গরু ছিল বলে তিনি জানান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গবাদিপশুর মৃত্যুর ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করছি, তবে ডাক্তারের রিপোর্ট ছাড়া পশুগুলো কীভাবে মারা গেছে বলা সম্ভব নয়।