
ডেস্ক নিউজ :: বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ায় এক বিএনপি নেতাকে অবশেষে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন। বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেইজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেইজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য দেন হাসমত আলী নামের ওই বিএনপি নেতা।
আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে।
হাসমত আলী এই প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত আছি। আমি চার দিন ধরে জ্বরে ভুগছি, অসুস্থ শরীর নিয়ে মিটিংয়ে যাই, যা হয়েছে আমার অসাবধানতাবশত হয়েছে।