
মধুরময় এ দিনে গগন মাঝারে তোমার আগমন
সেদিন অঝরে কেঁদেছিলে তুমি মেলেই দু’নয়ন।
তোমার কাঁদনে হয়নি কারোই ভারাক্রান্ত মন
তোমার এ আওয়াজে খুশি সকল আপনজন
তুমি নতুন অতিথী আমাদের মানিক রতন।
আজ তোমার জন্মদিন, উপহারে ভরেছে ট্যাবল
তোমার মুখে হাসি সবার মুখে হাসি করছে হট্টগোল।