সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন 

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ণ
শান্তিগঞ্জে বিএনপির কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন 

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান করে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে সংবাদ সম্মেলন করে নবগঠিত কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি প্রত্যাখান করা হয়।

 

সংবাদ সম্মেলন বক্তারা বলেন , আওয়ামীলীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি করায় তৃণমূলের নেতা-কর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা৷

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু, সহ সভাপতি ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, শান্তিগঞ্জ উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন, জেলা জাসাসের সদস্য এসএম রাবেদ, বিএনপি নেতা শের আলম শিশু, আব্দুস শাহিদ, জমির মিয়া, ওয়াকিব মিয়া, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, মোফাসসির আহমদ, মোরশেদ আহমদ, ছাত্রদল নেতা রেজওয়ান, শিপন ও ইমনসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন