সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যে ঝড়ে বকুল ঝরে” পাঠ উন্মোচনে সুনামগঞ্জের বিশিষ্টজনেরা

admin
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ণ
যে ঝড়ে বকুল ঝরে” পাঠ উন্মোচনে সুনামগঞ্জের বিশিষ্টজনেরা

সুনামগঞ্জ:

জমকালো আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের কবি কোহিনূর বেগম রচিত কাব্যগ্রন্থ “যে ঝড়ে বকুল ঝরে” পাঠ উন্মোচন করেছেন বিশিষ্টজনেরা। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি কোহিনুর বেগম সাহিত্যপ্রেমীদের জনপ্রিয় সংগঠন “জলকন্যা সাহিত্য পরিষদ”- এর সভাপতি।

 

 

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা শহরের শহীদ জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে পাঠ উন্মোচন অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী।

 

 

বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ন্যাথানায়েল এড উইন ফেয়ারক্রস, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক বিজন সেন রায় প্রমুখ।

 

 

অনুষ্ঠান পরিচালনা করেন ” জলকন্যা সাহিত্য পরিষদ”- এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোকসানা ইয়াসমিন। জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

 

 

প্রসঙ্গত,সাহিত্য পরিষদের নিয়মিত প্রকাশনা “জলকন্যা” প্রকাশে পৃষ্ঠপোষকতা করে আসছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক- তুখোড় সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু। সাহিত্যপ্রেমে মত্ত হয়ে সাংগঠনিকভাবে নিজ জেলা সুনামগঞ্জের গুণীজনদের সংবর্ধিত করে যাচ্ছেন তিনি।

 

 

উল্লেখ্য, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “জলকন্যা সাহিত্য পরিষদ”। এ পর্যন্ত ৫ম বারে প্রকাশনায় এসেছে।  করোনাকালীন সময়ে স্থানীয় বাউল শিল্পীদের আর্থিক সহায়তা প্রদানসহ দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়িয়েছে ” জলকন্যা”। এর সম্পাদনায় রয়েছেন লেখক-সাংবাদিক ও গবেষক রনেন্দ্র তালুকদার পিংকু, কবি-শিক্ষক কোহিনূর বেগম, প্রভাষক মশিউর রহমান ও কবি আশরাফ হোসেন লিটন।

সংবাদটি শেয়ার করুন