সিলেট ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল

বেনাপোল প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া অঞ্চলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।

 

র‌্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

 

 

 

র‍্যালীপূর্বক সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

 

 

এ সময় আরো বক্তব্য রাখেন,শার্শা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ,ঝিকরগাছা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারী মাষ্টার তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলাম,সেক্রেটারি গাজী মাওলানা রুহুল আমিন ও গোগা ইউনিয়ন জামায়েতর আমির মাওলানা ইব্রাহিম খলিল।

 

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামায়াত ও শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন

সংবাদটি শেয়ার করুন

Follow for More!