নিউজ ডেস্ক :: জৈন্তাপুর উপজেলায় আল-ইসলাহ ইসলামী ঐক্য পরিষদ চিকনাগুল , জৈন্তাপুর, সিলেট-এর আয়োজনে ইসলামি মহা সম্মেলনে সম্পন্ন হয়েছে। বুধবার(২৬ ফেব্রুয়ারী) বিকেল ৩:টা থেকে মধ্যে রাত পর্যন্ত চিকনাগুল বাজারস্থ মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতি করেন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা মুহতামিম ও শায়খুল হাদীস, হযরত মাও. শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস, লক্ষীপুরি।
দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসা মুহতামিম ও শায়খুল হাদীস, হযরত মাও. শায়খ হিলাল আহমদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাও: আ. ফ. ম. খালিদ হোসেন
বিশেষ অতিথির বয়ান পেশ করেন মুফতি মাওলানা রেজাউল করিম আবরার, প্রধান মুফতি, জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ী ঢাকা। এছাড়াও দেশবরেণ্য ইসলামি ব্যক্তিত্বগণ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মাহফিলে বক্তারা বলেন, তরুণ সমাজকে ইসলামি শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। তারা যদি কুরআনের শিক্ষা গ্রহণ করে, তাহলে কোনো মাদকাসক্তি, অপরাধ বা ভ্রান্ত পথে পরিচালিত হবে না। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথনির্দেশনা দেয়। যারা কুরআনের শিক্ষা মেনে চলে, তারা কখনো পথভ্রষ্ট হয় না। বর্তমান সমাজে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তার একমাত্র সমাধান হলো কুরআনের শিক্ষা বাস্তবায়ন করা।
মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কমিটির পক্ষ থেকে মাওলানা আবু সালেহ মওদুদ,মাও: আব্দুল মালিক, হাফিজ আব্দুর রশিদ এলাকাবাসী ও সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা ভবিষ্যতেও এ ধরনের ইসলামিক মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।