সিলেট ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে,কর্মীসভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে,কর্মীসভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন

তৈয়বুর রহমান,সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় নির্বাচন নিয়ে কোনোধরনের ষড়যন্ত্র সহ্য করা হবেনা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকে সহযোগিতা করে আসছি,এখনো করছি।দেশের অবস্থা এখনো অস্থিতিশীল। তাই নির্বাচনের বিষয়ে বর্তমান সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অচিরে নির্বাচন দিয়ে দেশকে একটি টেকসই সরকারের হাতে তুলে দিতে হবে।আগামী নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা সমন্বিত সুনামগঞ্জ-০৩ আসনে যুক্তরাজ্য বিএনপি নেতা সুনামগঞ্জের কৃতি সন্তান এম কয়সর আহমদকে বিপুল ভোটে নির্বাচিত করে সুনামগঞ্জ-০৩ আসনের জনগণের ভাগ্য বদলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

 

 

 

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাইকাপন গ্রামে আয়োজিত আলোচনা ও কর্মীসভায় দরগাপাশা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও দরগাপাশা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি,সুনামগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।

 

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা,দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া,সিনিয়র যুগ্ম-আহবায়ক রনজিত সূত্রধর,সদস্য শহিদুল ইসলাম মুন্সি,দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ,দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা ফয়জুল করীম,মুকুল মিয়া,দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক আকলুছ মিয়াসহ অনেকেই।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান,ছাত্রদল নেতা গিলমান হোসেন,বিএনপি নেতা আইন উদ্দিন,যুবদল নেতা জিবান আহমদ,ছাত্রদল নেতা আল আমিন,

যুবদল নেতা খাইরুজ্জামান মামুন,সেচ্ছাসেবক দল নেতা নাছির উদ্দিন,যুবদল নেতা ছাদিকুর রহমান ছাদিক,সাইফুল ইসলাম,সায়েম আহমদ,

জেলা যুবদল নেতা আব্দুস সালাম,দরগাপাশা যুবদল নেতা দিলোয়ার হোসেন,বিএনপি নেতা মনির উদ্দিন প্রমুখ।

 

আলোচনায় বক্তারা বলেন,গত ১৭ বছর যাবত আমরা আমাদের নিজেদের গ্রাম কিংবা ওয়ার্ডে কোনো রকম মিটিং মিছিল করতে পারিনি।ফ্যাসিস্ট হাসিনা সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতা এমনভাবে হরণ করেছিল কেউ ভয়ে সত্য কিংবা উচিত কথা পর্যন্ত বলতে পারেনি।অতীতে আমাদের ৯ নং ওয়ার্ডের কোনো উন্নয়ন হয়নি।সময় এসেছে সমোচিত জবাব দেয়ার।ফ্যাসিস্ট সরকার ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে।দেশের মানুষ এখন মুখভরে কথা বলে।বিগত দিনের কথা ভেবে হলেও দেশের জনগণ আগামীতে বিএনপিকে সমর্থন দিয়ে দেশের সেবা করার সুযোগ দেবে।

সংবাদটি শেয়ার করুন