সিলেট ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১১

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ণ
লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১১

অনলাইন ডেস্ক::

হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে নারীসহ প্রায় ২০ জন ব্যক্তি আহত হয়েছে বলে জানাগেছে, শুক্রবার সকাল ৮ায় এই সংঘর্ষের ঘটনাঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, এবং ঘটনাস্থল থেকে ১১জন দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মোঃ রেজু মিয়া, শহীদ মিয়া, জালাল মিয়া গং এবং একই গ্রামের সাবেক মেম্বার করছু মিয়া গং দের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে বিরোধ চলে আসছিল, একপর্যায়ে শুক্রবার

 

সকাল ৮ ঘটিকার সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা পরে এ সংঘর্ষ  নিয়ন্ত্রণে আনেন।এবং ঘটনাস্থল থেকে ১১ জন দাঙ্গাবাজকে আটক করে লাখাই থানার  পুলিশ, বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এ সংঘর্ষের সুত্রপাত।  সংঘর্ষে নারী সহ প্রায় ২০ জনে আহত হয়। এবং ঘটনাস্থলে ১১ জনকে গ্রেফতার করেছি আমরা তাদেরকে আদালতে সোপর্দ করব। এছাড়াও উভয় পক্ষের মাঝে পূর্বেও সংঘর্ষ সংগঠিত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন