
জৈন্তাপুরে দীর্ঘ দেড়যুগেও যে রাস্তায় উন্নয়নের ছোয়া লাগেনি
নিউজ ডেস্ক : জৈন্তাপুর উপজেলায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু’র অর্থায়নে রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট)
উপজেলার দরবস্ত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিণ মহল্লার বীর মুক্তিযোদ্ধা হাজী জালাল উদ্দীন স্মরণী রাস্তা মাটি ভরাট এর কাজ শুরু করা হয়। রাস্তা টি দিয়ে এই গ্রামের অসংখ্য মানুষসহ বিশেষ করে ফাতিমা তুজ জাহরা (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন।
স্থানীয় সমাজসেবী গোলাম কিবরিয়া বলেন, উন্নয়নবঞ্চিত এ রাস্তায় এলাকাবাসী নানা দুর্ভোগে পার করেন। ১ কিলোমিটার এ রাস্তাটি সারাবছরই থাকে প্রায় চলাচল অনুপযোগী। একজন বীর মুক্তিযোদ্ধার নামের রাস্তাটি দীর্ঘ ১৮ বছর ধরে উন্নয়ন বঞ্চিত যদিও অনেকর দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে ২৫০ ফিট ইট সলিং কাজ হয়। এখনো অবশিষ্ট রয়েছে ৬৫০ ফুট। এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এলাকার প্রবাসী খসরু ভাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার অর্থায়নে রাস্তায় প্রাথমিকভাবে চলাচলের জন্য মাটিভরাট করা হয়েছে। সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত অবহেলিত সড়কটি এলাকা বাসির নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে প্রবাসীর এমন মহতি সহযোগিতায় অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন। এছাড়াও বাকি রাস্তা গুলা সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তারা।