
সুনামগঞ্জ প্রতিনিধি:
হোটেল সেক্টরে মূল মজুরি ৩০ হাজার টাকা, পবিত্র রমজানে শ্রমিক ছাটাই বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা শহরের রায়পাড়া এলাকায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে লাল পতাকা মিছিল বের করে প্রধান সড়ক প্রকক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সাবেক সভাপতি লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দাস, উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।