ছাতক প্রতিনিধি:
ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। বিদায়ী ওসি গোলাম কিবরিয়া হাসানকে সিলেট রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি বুধবার পুলিশ হেডকোয়ার্টারের আদেশে গোলাম কিবরিয়া হাসানকে বদলি করা হয়েছে। এক আদেশে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ছাড়পত্র গ্রহনের নির্দেশ দেয়া হয়।
এদিকে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোখলেছুর রহমান আকন্দ। ইতিপূর্বে তিনি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন। জগন্নাথপুর থানা থেকে বদলি হয়ে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত হন। শুক্রবার ছাতক থানায় আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।