মীর জুবাইর আলমঃ
চুনারুঘাটের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সহকারি কমিশনার (ভুমি) এর উপর হামলার ঘটনায় সেনাবাহিনীর অভিযানের কথিত সমন্বয়ক ফরহাদ ইবনে রুমি (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার ভোর ৫টায় শাহজিবাজার আর্মি ক্যাম্পের (১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে) ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিন নেতৃত্বে যৌথ বাহিনীর দল ফরহাদ ইবনে রুমির নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার রুমি চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত দিদার হোসেনের পুত্র।
গতকাল মঙ্গলবার চুনারুঘাটের নতুনব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চুনারঘাট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাহবুব আলম মাহবুব।
এতে ফরহাদ ওরফে রুমি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সহকারী কমিশনারের সাথে অশুভ আচরণ করে। একপর্যায়ে অভিযানের সময় লাঠি দিয়ে হামলার চেষ্টা করে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।