সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উদযাপন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:২৪ অপরাহ্ণ
বড়লেখায় দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উদযাপন

 

‘সংগ্রাম সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে’

 

আশফাক আহমদ, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক সংগ্রামের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম।

সংগ্রামের বড়লেখা সংবাদদাতা কাজী রমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগ্রাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি সবসময় সাহসিকতার সঙ্গে সত্য তথ্য প্রকাশ করে। দেশ ও জনগণের কথা বলে। যার কারণে আজ অবধি পত্রিকাটি পাঠকপ্রিয়তা ধরে রাখতে পেরেছে।

সংবাদটি শেয়ার করুন