বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব-এর সভাপতিত্বে ও স্বজন সমাবেশের যুগ্ম সম্পদক সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুগান্তর পত্রিকা পাঠককে দেওয়া প্রতিশ্রুতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। পত্রিকাটি সমাজের নানা অসঙ্গতির চিত্র তোলে ধরায় প্রশাসন গুরুত্ব দিয়ে সেব্যাপারে ব্যবস্থা নিয়ে থাকে। এতে ভোক্তভোগি মানুষজন উপকৃত হচ্ছেন। প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনে সহযোগি হিসেবে যুগান্তর কাজ করে যাচ্ছে। বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র-জনতার আন্দোলনে মারাত্মক ঝুঁকি নিয়ে যুগান্তর কর্তৃপক্ষ ও যুগান্তরের সাংবাদিকরা যে সাহসি ও বলিষ্ট ভুমিকা পালন করেছেন, ইতিহাসে তা চির স্মরনীয় হয়ে থাকবে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।