সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমি আপনাদের সন্তান, নির্বাচনে আপনাদের সমর্থন চাই : তালহা আলম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ
আমি আপনাদের সন্তান, নির্বাচনে আপনাদের সমর্থন চাই : তালহা আলম

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বলেছেন, আমি আপনাদের সন্তান মিরপুর আমার বাড়ি। বিগত উপজেলা নির্বাচনে আমাকে যেভাবে ভালবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সন্তান হিসেবে আপনাদের খেদমত করার ইচ্ছে পোষণ করছি

আমার আশা ও বিশ্বাস নিজ সন্তান হিসেবে আমাকে দলমত নির্বেশেষে ভোট দিবেন।

তখন শত শত মানুষ হাতঁ উঁচিয়ে তালহা আলমকে সমর্থন জানান৷

 

বুধবার(১২ ফেব্রুয়ারী) জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে ঐতিহ্যবাহী ৩ নং মিরপুর ইউনিয়ন জমিয়তের কাউন্সিল ও বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷

 

মীরপুর ইউনিয়ন জমিয়তের আহবায়ক মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের হাফিজ সৈয়দ ওযায়রুল হক মমনু, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব, সুনামগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা কবির আহমদ খান, জগন্নাথপুর পৌর জমিয়তের আহবায়ক মাওলানা ওয়ালী উল্লাহ ওলী, সদস্য সচিব এম শাহীনুর রহমান , জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামী,

জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আহমেদ মারজান, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি ডঃ শামসুল হক, হাফিজ আতিকুর রহমান, শরীফ উদ্দিন, আনোয়ার হোসাইন ছোট ও ইসলাম উদ্দিন প্রমুখ। এসময়

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের আগমনে গণসমাবেশ জনসমুদ্রে পরিনত হয়৷

 

কাউন্সিল ও গণসমাবেশের পর মাওলানা হাফিজুর রহমানকে সভাপতি,

হাফিজ মাওলানা আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ শুকুর মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা সৈয়দ তালহা আলম।

সংবাদটি শেয়ার করুন