সিলেট ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৭ হিজরি

মুন্সিগঞ্জে বন্ধুর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ জিডির ঘটনায় পুলিশের তদন্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে বন্ধুর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ জিডির ঘটনায় পুলিশের তদন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সিগঞ্জ সদরে দক্ষিণ ইসলাম পুরে গত ০৬ ফেব্রুয়ারি বন্ধুর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছেন মোঃ সাইফুল ইসলাম লিখন (৩৩) নামের এক যুবক। এঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

 

ডায়েরি সূত্রে জানা যায়, গত ০৬ ফেব্রুয়ারি

সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় রওনা দেয় ঢাকা বাসা থেকে বেড়িয়ে যান মুন্সিগঞ্জ দক্ষিন ইসলাম পুর সাদ্দামের বাসায়। আজ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি।

 

নিখোঁজ মোঃ সাইফুল ইসলাম লিখন কামার কাড়া ইউনিয়নের দুলাল হাওলদারের পুত্র বিষয়ে জানান তার পরিবার এখন পর্যন্ত আমার ছেলে বাসায় যায়নি এবং তার দুইটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। আমার ছেলের বন্ধু সাদ্দামকে আমার ছেলের কথা জিজ্ঞাসা করলে সে বলে তার সাথে সন্ধ্যা আনুমানিক ৬.০০ ঘটিকা থেকে ৬.৩০ ঘটিকার ভিতর ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিদায় নিয়ে চলে গেছে।

 

বাসা থেকে বের হওয়ার সময় নিখোঁজ ব্যক্তি জিন্স, প্যান্ট ও কোর্ট পরিহিত ছিলেন। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি ও মোবাইলের দুটি নাম্বার ০১৬৭৫৫৬৫৫২১, ০১৯২২৩৯৯৩২৪ রয়েছে বলে জানান তার পরিবার।

 

জিডি নং ৪৬১ কেউ তাকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০১৮২২৯৮৯৯৭১ (দুলাল হাওলাদার)

 

মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত ওসি সজীব দে বলেন, একটি সাধারণ ডায়েরি পেয়েছি বিষয়টি তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন