সিলেট ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৭ হিজরি

অপারেশন ডেভিল হান্ট গত ২৪ ঘন্টায় দিরাই–শাল্লা সহ সুনামগঞ্জ জেলায় গ্রেফতার ৬ জন 

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ণ
অপারেশন ডেভিল হান্ট  গত ২৪ ঘন্টায় দিরাই–শাল্লা সহ সুনামগঞ্জ জেলায় গ্রেফতার ৬ জন 

দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি : সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায়ও চলছে “ অপারেশন ডেভিল হান্ট” গত ২৪ ঘণ্টায় আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে জেলার পাঁচটি উপজেলা থেকে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, দিরাই সারকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ (২৫),শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাত্তার মিয়া (৭৬) , ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০),

 

দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম (৫৫), তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জলিল মিয়া (৪৮),ছাতক উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ (২৫)।

 

পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সুনামগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন