সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

যুবদল নেতা বাছিতের চাচার মৃত্যুতে বিএনপি নেতা আসকির আলীর শোক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ
যুবদল নেতা বাছিতের চাচার মৃত্যুতে বিএনপি নেতা আসকির আলীর শোক

ওসমানীনগর প্রতিনিধি::

সিলেট জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাছিতের চাচা সিলেট নগরের ঐতিহ্যবাহী নয়াসড়ক জামে মসজিদের সাবেক খতিব ও জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও নিখোঁজ বিএনপি নেতা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী।

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন,যুবদল নেতা আব্দুল বাছিতের চাচা একজন ইসলামী ব্যক্তিত্ব দ্বীনদার ও বহুমুখী প্রতিভার অধিকারী পরহেযগার ব্যক্তি ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র পাশাপাশি তিনি একাধারে খ্যাতিমান আলেম, শায়খুল হাদিস, ইমাম, খতিব ও সংগঠক ছিলেন । গবেষণা-লেখালেখিতেও তিনি সমান পারঙ্গম। তিনি অত্যন্ত সদাচারী, প্রেরণাদাতা এবং সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ।

এম আসকির আলী মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সোমবার রাতে নগরীর নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি শেয়ার করুন