রাজধানীর ঢাকা কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়েছে শিক্ষার্থী ও কলেজ প্রশাসন। অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে মাদকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের সাতটি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র নিউমার্কেট থানায় জমা দেওয়া হবে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, শহিদ ফরহাদ, ইন্টারন্যাশনালসহ সবগুলো হলে এ অভিযান চালানো হয়। অভিযানে এসব হল থেকে অসংখ্য লাঠি, স্ট্যাম্প, পাইপ, রড, হকিস্টিক, রামদা, বটি, মদের বোতল, গাঁজা, পুলিশের হেলমেট, সাধারণ হেলমেট, কনডম ইত্যাদি পাওয়া যায়।
এ সময় ঢাকা কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হোসেন বলেন, যেহেতু আগামী ২০ তারিখ থেকে আমাদের হলগুলোতে সিট বরাদ্দ দেবে, তাই আমরা হলগুলো ক্লিন করার চেষ্টা করছি।
আরেক সমন্বয়ক মুইনুল ইসলাম বলেন, আজ সাধারণ শিক্ষার্থী ও হল সুপারদের নিয়ে হলগুলোতে অভিযান চালানো হয়। এতে বিপুল আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, গাজা, হকিস্টিক ইত্যাদি পেয়েছি। আমরা যখন সকালে এখানে আসি, তখন দেখি প্রত্যেকটা হল আগে থেকে খোলা। কারা হল খুলেছে তার দায়ভার হল প্রশাসনকে নিতে হবে।
রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আজ সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্রলীগ নেতাদের রুমগুলোতে অভিযান চালিয়েছে। আমাদের হলগুলোতে সাধারণ ছাত্ররা কখনো বুক ফুলিয়ে কথা বলতে পারতো না। তাদের বাক স্বাধীনতা বা গণতন্ত্র চর্চা কোনোটিই ছিল না।
দক্ষিণ হল সুপার আনোয়ারুল হক বলেন, আমরা বারবার বলেছি হলগুলোতে অভিযানের ব্যবস্থা করেন। কিন্তু কখনো কোনো অভিযান করা হয়নি। যে সব শিক্ষকরা অতীতে ছাত্রলীগ করে আসছে বা মন্ত্রী-এমপিদের যেসব আত্মীয় স্বজন ছিল, তাদের ছত্রছায়ায় তারা এসব করার সুযোগ পেয়েছে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।