সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম বিদ্যাপিট সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠিানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শীররচর্চা ফয়েজ আহমদ ও মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিজপাট ইউপির চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্ক্ষ্য আবু সুফিয়ান বিলাল ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ,ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল সহ অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী বৃন্দরা।

পরে বিকাল ৫টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারি ছাত্র-ছাত্রীদের মধ্যে হতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন