
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার::
ইমামতি জীবনের বিদায় লগ্নে অশ্রু শিক্ত নয়নে বিদায় জানালো গ্রামবাসী
আজ শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সিলেট শহরতলী খাদিমপাড়া ইউনিয়নের পিরেরচক কেন্দ্রীয় জামেমসজিদ এর দীর্ঘ ৪৬ বছরের ইমাম ও খতিব মাওলানা সাইফুল ইসলাম এর ইমামতি জীবনের সমাপ্তি উপলক্ষে যুবসমাজ ও গ্রমাবাসী নানা আয়োজনে রাজকীয় সংবর্ধনায় তাকে বিদায় দেয় স্থানীয় মুসল্লিরা।
উক্ত অনুষ্ঠানের সভাপতি গ্রামের প্রবিণ মুরব্বির বশির আহমদ ও সমাজসেবী শামীম আহমদ সহ একাধিক বক্তা তাদের বক্তব্যে ,
বলেন, আমাদের মসজিদে ৪৬ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন মাওলানা সাইফুল ইসলাম । কোনো দিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন। আমরা বিদায়ী হুজুরের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। অনেকে অনেকভাবে তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটি খুবই কষ্টের।
বিদায়ী ইমাম সাইফুল ইসলাম বলেন, বিগত ৪৬ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ। এসময়ে তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান।
পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুল ছিটিয়ে মাইক্রোবাসে করে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগান দিতে দিতে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায় অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা সাইফুল ইসলামকে নগদ চারলাখ ২৫ হাজার টাকা ও নিত্যব্যবহার্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা।
অনুষ্ঠানে খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য সইদুর রহমান এনাম, আব্দুল মুছাব্বির সহ অত্র এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।