সিলেট ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার পণ্য জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে গরু, কয়লা, ফুসকা, চিনি, মেহেদী ও মোটরসাইকেল। তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলা সীমান্ত জনপদ থেকে এসব জব্দ করা হয় সোমবার রাতে। তবে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

 

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পণ্য পাচারকারীগন পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

জব্দকৃত ওষুধ ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির উর্ধ্বতন এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন