সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আর,এম প্রিপারেটরী স্কুলে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব উদযাপন

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
আর,এম প্রিপারেটরী স্কুলে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব উদযাপন

 

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

 

” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় পালিত হলো তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) দিনব্যাপী জৈন্তাপুরের ৪ নং বাংলা বাজার এলাকায় অবস্থিত আর,এম,প্রিপারেটরী স্কুলের আয়োজনে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ উদযাপিত হয়েছে।

 

দিনব্যাপী চলমান এই পিঠা উৎসবে বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে বিভিন্ন স্টল বসানো হয়। স্টলগুলোতে স্কুলের শিক্ষার্থীরা চিরায়ত বাংলার ঐতিহ্য বাহারী আইটেমের পিঠাপুলির সম্ভার নিয়ে হাজির হন। চলে মহাআনন্দের সহিত বিক্রিকিনি।

 

এদিকে পিঠা উৎসব চলাকালে স্কুলের সামনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর পূর্ববাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, আর এম প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক গিয়াস মিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা পিঠা উৎসবে অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন