সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৫, ০৬:২১ অপরাহ্ণ
সিলেটের সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ডেস্ক নিউজ , সিলেট: সিলেটের সীমান্ত এলাকায় ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, পান্থুমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

 

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, শুঁটকি, শীতের কম্বল, মেহেদি, জিরা, কিসমিস, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। যার বাজার মূল্য ৬০ লক্ষ ৯৩ হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন