সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত রুটে এপারে নিয়ে আসা ২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার কসমেটিকস ও ফলের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিজিবি সিলেট সেক্টরের সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন : সীমান্তে ৫ কোটি ২২ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ
বিজিবি অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার ভোররাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার, ছাতকের নোয়াকোট, সিলেটের পান্তুমাই, শ্রীপুর, কালাসাদেক, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, কালাইরাগ, পাথরকোয়ারি, প্রতাবপুর বিওপি নিয়ন্ত্রিত বিওপির পৃথক পৃথক বিজিবি টহলদল এপারে নিয়ে আসার পর চোরাচালানের মালামালগুলো জব্দ করে।
ভারতীয় কসমেটিকস (নিভিয়া সফট ক্রিম, রিংগার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড বিচ ক্রিম, ক্লপ জি ক্রিম, বেটনোভেট সি ক্রিম, গোল্ড বিচ ক্রিম, জিলেট ব্লেড, আপেল, কমলা, চিনি, চকলেট, আইভল ক্যান্ডি, শীতের কম্বল, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, অবৈধভাবে পাথর উত্তোলনরত নৌকা জব্দ করে।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।