সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্বরাষ্ট্র থেকে বাদ সাখাওয়াত, ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ণ
স্বরাষ্ট্র থেকে বাদ সাখাওয়াত, ৪ উপদেষ্টার দপ্তর বণ্টন

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারে নতুন করে শপথ নেওয়া চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। এছাড়া আগে দায়িত্ব নেওয়া কিছু উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন হয়েছে।

 

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করার আহ্বান ড. ইউনূসের

সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জিত খবর

ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করার আহ্বান ড. ইউনূসের

বিস্তারিত পড়ুন

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

 

অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

 

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

 

সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খানকে দেওয়া হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা।এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

সংবাদটি শেয়ার করুন