বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ২টা থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ৮টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন ফেষ্টুন, ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরে বিএনপির দলীয় কার্যালয়ে এসে জড়ো হন।
পরে বিকেল ৪টায় বিএনপি দলীয় কার্যালয়ের সামন থেকে শুরু হয় গণমিছিল। মিছিলে যোগদেন হাজার হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ইলিয়াস আলী ধ্বনিতে মুখরিত হয় গোটা বিশ্বনাথ শহর।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় গণমিছিল পরবর্তী সভায় স্হানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।