
ডেস্ক নিউজ:
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪শে জানুয়ারি) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারিকাঠা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গ্রামীন ফোনের টাওয়ার সংলগ্ন পাকা রাস্তা থেকে একটি কার্টন উদ্ধার করে। পরে কার্টনে রাখা ৩০ বোতল অফিসার চয়েজ ব্রান্ডের বিদেশি মদ আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের সাথে থাকা কারবারি দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।