সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪, ০২:৪৫ অপরাহ্ণ
জৈন্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধিঃ

জৈন্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের উদ্যোগে নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Oplus_131072

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় জৈন্তাপুর সদরে ঐতিহাসিক বটতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইশতিয়াক ফাহিমের সঞ্চালনায় সমন্বয়ক হুমায়ূন কবিরের সভাপতিত্বে নিহত সকল ছাত্র ও সাধারণ জনগণের খুনিদের ফাঁসির দাবিতে সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ১নং নিজপাট ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলী, কার্যকরী সদস্য আলতাফ হোসেন বেলাল, উপজেলা যুবদলের সভাপতি ৪নং দরবস্ত ইউনিয়ন চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ জৈন্তাপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এনাম আরিয়ান, সালমান আহমদ, আব্দুল্ল্যাহ মাসুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আলোচনা সভায় সমন্বয়ক বক্তারা বলেন, আন্দোলনের সময়ে সারাদেশে ছাত্রদের ওপর হামলার সাথে যুক্তদের বিচারের দাবি ও নিহতদের প্রকৃত খুনিদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্ত মূলক শাস্তি আওতায় এনে বিচার কার্যকর করার দাবী জানানো হয়।

একই সঙ্গে লুটপাট,অগ্নিসংযোগ বন্ধ করে সারাদেশে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তারা।

তারা আরো বলেন আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে সুশাসন থাকবে। আপনারা সকলেই এগিয়ে আসুন, আমরা সকলে মিলে গড়তে চাই আমার সোনার বাংলা।

সংবাদটি শেয়ার করুন

Follow for More!