সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মধুপুরে পাজেরো গাড়িতে আগুন লেগে বশীভূত

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
মধুপুরে পাজেরো গাড়িতে আগুন লেগে বশীভূত

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল::

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন টাঙ্গাইল ময়মনসিংহ মহা সড়কের টেলকি এবং রসুলপুরের মাঝামাঝি স্থানে একটি পাজেরো গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়।

 

 

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বোরহান আলী।

 

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সংবাদ আসে মধুপুর উপজেলার রসুলপুর এলাকায় মহা সড়কে একটি পাজেরো গাড়িতে আগুন লাগেছে।

 

 

খবর পেয়ে আমি ২ টি ইউনিট ও সকল জনবল সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ শুরু করি এবং ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ওয়্যারিং ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন। তাৎক্ষণিকভাবে ড্রাইভারের নাম আব্দুর রশিদ এবং গাড়ির নম্বর ঢাকা মেট্রো ঘ-১১-৭৪৭৮ জানা যায়।

সংবাদটি শেয়ার করুন