সিলেট ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে আ” লীগ নেতা পল্লবের শোডাউন 

ডেস্ক নিউজ
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪, ০৪:১৭ অপরাহ্ণ
বিয়ানীবাজারে আ” লীগ নেতা পল্লবের শোডাউন 

ডেস্ক নিউজ  : বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের নেতৃত্বে বিয়ানীবাজার পৌর শহরে শোডাউন দিয়েছে দলীয় নেতাকর্মী। সোমবার বিকেলে বিয়ানীবাজার আওয়ামী লীগ যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে জয় বাংলা স্লোগানে শোডাউন দেন।

 

এ সময় আবুল কাশেম পল্লব বলেন, আমার যে সকল নেতাকর্মীরা দলের এই ক্রান্তিলগ্নে রাজপথে আছেন তারাই আসল কর্মী। বিগত দিনে অনেকেই আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে বিদেশ পালিয়ে গেছেন আমরা এই মাঠির সন্তান আমাদের এই মাঠি ছেড়ে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ আছে এবং থাকবে নেতাকর্মীদের যারা হুমকি দিচ্ছেন সমস্ত ঝর তুফান মোকাবেলা করতে আমরা প্রস্তুত।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পর স্থানীয় ভাবে আওয়ামী লীগের রাজনীতি ঝিমিয়ে পড়লে ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজপথে আবুল কাশেম পল্লবের নেতৃত্বে সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন