এম, মুজিবুর রহমান :
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বাড়ি থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে বিশেষ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং সেনা ক্যাম্প।
অভিযানে ২× সিগনেচার বড় ৭৫০ এমএল, ৫× সিগনেচার ছোট ৫০০ এমএল, ২× রয়েল ৫০০এমএল ২টি, ২×ওল্ড মন্ড ১০০০ এমএল ২টি, ৫× ৫০০ এমএল ব্লাঞ্চার, বাংলা ১৩৫০(৫× ব্যারেল) লিটার, ৭× স্মার্ট ফোন, ৫× পাসপোর্ট, নগদ টাকা, ২৬৩০ জাল টাকা, ১ হাজার টাকার নোট ২টা সহ মদ বিক্রি করার প্লাস্টিকের খালী বোতল ৭০০টি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নবীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মোসবীর রহমানের পুত্র শফিকুর রহমান (২৯) ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুরের পুত্র রমাকান্ত গোঁপ (৩৫)।
অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের
অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। এতে, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।