সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ 

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ
মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল।

টাঙ্গাইলের মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১১জানুয়ারি)সকাল সাড়ে ১০টায় মধুপুর উপজেলা পরিষদ হল রুমে মেম্বার ফোরামের সভাপতি ও গোলাবাড়ি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবীর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা মেম্বার ফোরামের কার্যকরী পরিষদের সদস্য, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত সম্মানিত সদস্য, সাংবাদিক বৃন্দ সহ উপকার ভোগীরা উপস্থিত।

উপজেলা মেম্বার ফোরামের আয়োজনে প্রায় তিন শতাধিক কম্বল হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মেম্বার ফোরামের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও আউশনারা ইউপি সদস্য মোঃ লিটন ফকির।

সংবাদটি শেয়ার করুন