ওসমানীনগর প্রতিনিধি::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোরনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় সিলেটের ওসমানীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী, দুঃশাসন ও আগ্রাসন বিরোধী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এমএস আহমদ মধুর নিজ হাতে গড়া সংগঠন ইউনাইটেড গলমুকাপন ট্রাস্টের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ট্রাস্টের সহ-সভাপতি খালেদ আহমদ শিশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান মিয়া, সহ-সাধারণ সম্পাদক শিক্ষক ইমরান আহমদ রুবেল ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক রোজেল আহমেদ এর যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর আজাদ বকস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফ আহমদ, মাহবুব আহমদ রুমন, শিক্ষক মোজাক্কির আহমদ নাজু। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফজলু মিয়া, হুসেইন আহমদ, জাহেদ আহমদ, মারজান আহমদ, ইউপি সদস্য বখতিয়ার হোসেন, আলী আসগর ফয়েজ, রেজওয়ান আহমদ, শায়েখ আহমদ ও ইমরুল আহমদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তরা আন্দোলনে শহীদ ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন,বাংলার সাহসী ছাত্রদের আন্দোলন ও আত্মদানের কারণে দেশ আজ রাহুমুক্ত হয়েছে। আশা করি অতিরেই দেশে শান্তি শৃংখলা ফিরে আসবে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই ফয়ছল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা কবির আহমদ। পরে দোয়া মাহফিলে আগত মুসল্লী অতিথি ও উপস্থিত সর্ব সাধারণের মাঝে শিরনী বিতরণ করা হয়।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।