শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::
'আমরাতো লড়ছি সমতার মন্ত্রে, থামবোনা কখনোই শত ষড়যন্ত্রে' এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শান্তিগঞ্জ উপজেলা শাখার চতুর্থ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ জানুয়ারি) বিকেল তিনটায় শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা উদীচীর সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু। এরপর সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান আসাদ, জগন্নাথপুর উপজেলা উদীচীর সভাপতি সতীশ গোস্বামী ও এমসি কলেজ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি পংকজ চক্রবর্তী জয় প্রমুখ৷
সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবারও শ্যামল দেবকে সভাপতি ও জয়ন্ত দেবনাথকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
নিউজ: +৮৮ ০১৭১৪-৬০৯৯৫৪ বিজ্ঞাপন: +৮৮ ০১৬১৪-৬০৯৯৫৪ ইমেইল: channeljaintanews24@gmail.com চিকনাগুল ৩১৫২- জৈন্তাপুর, সিলেট।