সিলেট ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

লাখাই ধলেশ্বরী নদী দখল নিয়ে দুই দলের সংঘর্ষ আহত ৪০

ডেস্ক নিউজ
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ণ
লাখাই ধলেশ্বরী নদী দখল নিয়ে দুই দলের সংঘর্ষ আহত ৪০

নিজেস্ব প্রতিনিধি::

লাখাই উপজেলায় ধলেশ্বরী নদীর দখলকে কেন্দ্র করে দুই দলে দফায় দফায় সংঘর্ষে হয়েছে।

এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বুধবার বিকেলে ৫ টা ১৫ মিনিটে শুরু হয় রাত ৮ টা ৫০মিনিট পর্যন্ত এ সংঘর্ষ হয় । জানা যায়, ধনেশ্বর নদীতে মাছ ধরে দখল কে কেন্দ্র করে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও লাখাই ইউপি চেয়ারম্যান আরিফা আহমেদ রুপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, এর নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কামাল মিয়ার ও মহারাজ মিয়া, আওয়ামী লীগের ক্ষমতাধর নেতা মহিবুর রহমান, নিরেজন দাস, প্রিয়তোষ দাস, বিএনপি নেতা নরুল হক মিয়া অপর পক্ষ লাখাই ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, বিএনপি নেতা ১ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, নেতৃত্বে বিএনপি’র নামধারী ফিরোজ মিয়া, মিন্টু লাল দাস জিলুমিয়া, আওয়ামী লীগ নেতা হারিস মিয়া এডাঃ সানি, আওয়ামী লীগ নেতা শওকত আকবার, লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নদীতে মাছ শিকারে গেলে কামাল মিয়া জিল্লু মিয়ার নৌকা নিয়ে আটক করে ভেঙ্গে ফেলে এ নিয়ে কথা কাটাকাটি হয়ে সকালে থেকে দুই দলে উত্তেজনা বিরাজ করছিল বিকালে সংঘর্ষ বাদে । আহত অবস্থায় কালা মিয়া, মাসুক মিয়া, রানা মিয়া, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন