সিলেট ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকের সরকারি দপ্তর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৫, ০৬:২১ অপরাহ্ণ
ছাতকের সরকারি দপ্তর পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক

ছাতক প্রতিনিধি:: সিলেট বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ বুধবার (৮জানুয়ারি) ছাতকের বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে উপজেলা ও পৌর পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ছাতক পৌরসভা কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয়, ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আবু নাছির উপস্থিত ছিলেন। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন কালে পৌরসভার সচিব শরবিন্দু রায়, কর আদায়কারী কর্মকর্তা জামাল উদ্দিন সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন কালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ছাতক ইউনিয়ন পরিষদ

কার্যালয় পরিদর্শন কালে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সচিব আব্দুস সবুর সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন