সিলেট ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যুবলীগ নেতা হুসাইন আহমদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪, ০১:৩১ অপরাহ্ণ
যুবলীগ নেতা হুসাইন আহমদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নিউজ ডেস্ক ::

সিলেট সদর উপজেলা যুবলীগের সদস্য হুসাইন আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। গত ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে জালালাবাদ থানার শিবের বাজার এলাকায় হোসাইন আহমদের বাড়িতে এ হামলা চালানো হয়। এসময় দুর্বৃত্তরা বাড়ীর আসবাবপত্র ভাংচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

যুবলীগ নেতা হুসাইন আহমদ বলেন, সারাদেশে আন্দোলনের কারনে প্রধারমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়ায় একদল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িয়ে হামলা চালায়। এসময় আমার পরিবারের সদস্যরা আহত হন এবং প্রাণ বাঁচাতে বাড়ী ত্যাগ করতে হয়। আমি কখনোই প্রতিহিংসার রাজনীতি করিনি কিন্তু আমি এবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলাম।

সংবাদটি শেয়ার করুন