সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ. এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ণ
জামালগঞ্জে ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ. এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা

জহির বিন রুহুল জামালগঞ্জ প্রতিনিধি:;

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ. এর জীবন কর্মশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা দোয়া মাহফিলের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা জমিয়তের উপদেষ্টা শায়খ মাওলানা এখলাছুর রহমান।

 

শায়খ মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি আলহাজ্ব শায়খ

মাওলানা তাফাজ্জুল হক আজিজ,

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ,

বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সহ সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহহাব, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী,জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি  শায়খ মাওলানা আজিজুল হক, খেলাফত মজলিস, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তৌহিদুল ইসলাম,জামালগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী জনাব আব্দুল্লাহ আল মামুন।

 

আরোও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা খুরশেদ আলম,মাওলানা আবুল কালাম,মাওলানা তাফাজ্জুল হক,মাওলানা আলতাফুর রহমান,মাওলানা হাসান বিন ফাহিম,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা যোবায়ের আহমদ,মাওলানা মাছরুফ আহমদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ. এর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় ওনার সংক্ষিপ্ত জীবনের ব্যাপক আলোচনা করেন।

 

উল্লেখ যে গত রবিবার সকাল দশটায় তার শারীরিক অবস্থা অবনতি হলে উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি এলাকার আটগাঁও মাদ্রাসা সহ অসংখ্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। রোববার বিকেলে (৪:৩০মিনিটে) লালবাজার সংলগ্ন পশ্চিমের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। জানাযায় ঈমামতী করেন তার সর্বকনিষ্ঠ পুত্র মাওলানা মোঃ সৈয়দ আহমদ।

 

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন