
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতাকে একাধিকবার হত্যা হুমকি ও বার-বার আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার মাছের খামারের মাছ, মাছের খাদ্য লুটপাট করে নিয়েছে। এ প্রতিপক্ষের বিরুদ্ধে তার একাধিক মামলা মোকদ্দমা ও রয়েছে। থানায় এমন অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের মৃত আব্দুল খালিকের৷ পুত্র রকিব আহমদ আল মামুন।
গত ১৯ ডিসেম্বর রাতে রকিব আহমদ আল মামুনের মৎস্য খামারে লুটপাট চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের মাছ ও মৎস্য খামারের পাড়ে রাখা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের মাছের খাদ্য লুটপাট করে নিয়েছে। জাল ফেলে মাছ লুটপাট, খামারের পানি ঘোলাটে করা ও পানিতে বিষ ফেলে মাছ নিধন করায় তার ৪০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসময় খামারের পাহারাদারদের ও মারপিট করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ব্যাপারে দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র রকিব আহমদ আল মামুন ছাতক থানায় একটি মামলা (নং-৫, তারিখ ০৩.০১.২৫) দায়ের করেছেন। দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের জিতু মিয়া (৪৫), আবুল হোসেন (৫০), আফরোজ মিয়া (৪৮), জসিম জদ্দিন (২৭), আব্দুস সালাম (৪৮), সোহেল আহমদ (৪২), রাজিব আহমদ (৩৫), লিটন মিয়া (৩৭), আব্দুল জব্বার (৩৮), জুনেদ আহমদ (৩২) এর বিরুদ্ধে থানায় এই মামলা দায়ের করেন রকিব আহমদ আল মামুন। তিনি জানান, মামলা দায়েরের খবর পেয়ে প্রতিপক্ষের লোক জন আবারো তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়টি তিনি ছাতক সেনাক্যাম্পে অবহিত করবেন বলে জানিয়েছেন।
ছাতক থানায় মামলা দায়েরের বিষয় স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া
হবে।