
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার উদ্দ্যোগে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাঁকে সংবর্ধিত করা হয়।
হাওর অধ্যুষিত,জল জোৎ¯œা, কাব্যময়তার নান্দনিক সুনামগঞ্জ জেলার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দেশ ও গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, গত রোববার (২২ ডিসেম্বর) ২০২৪ ইং তারিখে সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেয়েছেন সুনামগঞ্জের সাংবাদিক শামীম আহমদ তালুকদারসহ সারাদেশ থেকে ৪৫ জন সংবাদকর্মীরা। সাংবাদিক শামীম আহমদ তালুকদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখন জাহিদ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক। সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক শামীম আহমদ তালুকদার।
এ সময় বক্তব্য রাখেন, বিএমএসএফ ছাতক শাখার প্রস্তাবিত কমিটির সহ সভাপতি সুলতান আহমদ চৌধুরী, অজিত দাশ, সহ সাধারন সম্পাদক ফজল উদ্দিন, কোষাধক্ষ্য জুনেদ আহমদ রুনু, পাপলু, জামিল আহমদ প্রমুখ।