
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ভারতের উত্তরপ্রদেশের নয়ডার বস্তি এলাকার একটি ঘরে আগুন লেগে, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ নাবালিকার। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের বাবা ও মা। বুধবার (৩১ জুলাই ) ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নয়ডা সেক্টর ৮ এলাকার বস্তিতে। জেলাশাসক মনীশ বর্মা সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার (৩১ জুলাই ) ভোররাত প্রায় ৪টায় ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া মাত্রই পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে আগুন লাগে। ফরেনসিক দল তদন্ত করছে।” তিনি আরও জানান, ” ঘরে ৫ জন ছিল, বিছানায় শুয়ে থাকা ৩ নাবালিকা মারাত্মক দগ্ধ হয়ে হাসপাতালে মারা যায়। তাঁদের বাবার শরীরে ৬০-৭০ শতাংশ পুড়ে গিয়েছে, তাকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নাবালিকাদের মা ও দগ্ধ হয়েছেন। পরিবারটি মইনপুরী থেকে এসেছে।”